৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • জাতীয়-শীর্ষ সংবাদ
  • সাবেক এমপি ও মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এর ইন্তেকাল বিভিন্ন মহলের শোক প্রকাশ।




সাবেক এমপি ও মন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এর ইন্তেকাল বিভিন্ন মহলের শোক প্রকাশ।

মোঃ আবু শহীদ, ফুলবাড়ী,দিনাজপুর করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ৩০ ২০২৪, ০১:২২ | 623 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

দিনাজপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী এবং দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার রোববার রাত ৮টায় ঢাকা ল্যাবএইড হাসপাতালের ক্যান্সার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাযিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যাসহ অসংখ্য গুনগ্রহি রেখে গেছেন।
তিনি দির্ঘদিন থেকে ক্যান্সার রোগে ভুগছিলেন।
সাবেক মন্ত্রী ও এমপি এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহ মোঃ আব্দুল কুদ্দুস।
এদিকে জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক মন্ত্রী ও এমপি এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজিবী সংগঠন পৃথক পৃথক ভাবে শোক প্রকাশ করেছেন।
এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফুলবাড়ী উপজেলার জামগ্রামের মৃত মোবারক  হোসেনের জৈষ্ঠপুত্র, তিনি ছাত্রলীগের কর্মি হিসেবে রাজনীতে পাঁ রাখেন। এরপর তিনি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহন করেন। এরপর তিনি ১৯৮৬, ১৯৯১.১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে ২০০৯ সাল থেকে ২০১০ পর্যন্ত বন ও পরিবেশ প্রতিমন্ত্রী, ২০১০ থেকে ২০১৪ পর্যন্ত ভূমি প্রতিমন্ত্রী, ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ১৯৮৬ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত দিনাজপুর  জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, ১৯৯১ সাল থেকে ২০১৪ পর্যন্ত জেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ২০১৪ সাল থেকে মৃত্যুর আগ মুহুর্ত পর্যন্ত দিনাজপুর জেলা আওয়মীলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান দিনাজপুর জেলা আওয়ামীলীগের অভিভাবক ও সর্বজন গ্রহন যোগ্য নেতা ছিলেন। এছাড়া একই আসন থেকে টানা ৮বার সংসদ নির্বাচিত হয়ে রাজনৈতিক অঙ্গনে তার অবস্থানটি শক্তভাবে দৃঢ় করে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET