
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের “রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা” বাস্তবায়নের লক্ষে ৯০ এর স্বৈরাচার খুনী এরশাদ সরকারের পতন আন্দোলনে সাহসী ভুমিকা পালনকারী বাগেরহাট জেলা ও তার অধীন সকল ইউনিটের ছাত্রদলের সাবেক নেতাদেরকে নিয়ে গঠিত “বাগেরহাট জেলা (সাবেক) ছাত্রদল ফোরাম গঠন করা হয়েছে।
বাগেরহাট জেলা (সাবেক) ছাত্রদল ফোরামের সভাপতি হিসেবে তালুকদার শহিদুল ইসলাম (স্বপন) সম্পাদক হিসেবে শেখ মঈন উদ্দিন আহমেদ ( ময়েন) এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে শরীফ মোস্তফা জামান (লিঠু) এর নাম ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফোরামের কমিটিতে মোট ১৩৩ জন সদস্য রয়েছে।
রবিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় বাগেরহাটের অস্থায়ী কার্যালয় থেকে জেলা (সাবেক) ছাত্রদল ফোরামের ১৩৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এর আগে ৪ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় ফোরামের সদস্যদের নিয়ে কমিটি গঠনের বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনা হয়। এ সময় ফোরামের অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
Please follow and like us: