২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিককে কারাগারে প্রেরণ 




সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিককে কারাগারে প্রেরণ 

এম এ বাছির, ষ্টাফ করেসপন্ডেন্ট,সুনামগঞ্জ।

আপডেট টাইম : অক্টোবর ১০ ২০২৪, ১৮:২২ | 680 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সুনামগঞ্জে ছাত্রজনতার উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মহিবুর রহমান মানিককে কারাগারে পাঠিয়েছে আদালত।

 

বৃহস্পতিবার(১০ অক্টোবর)  ১২ টায় সুনামগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট  আদালতে মহিবুর রহমান মানিককে হাজির করা হলে বিচারক মোহাম্মদ আলমগীর  তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

 

মুহিবুর রহমান মানিক এর আইনজীবী আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আদালত সূত্র জানায়, মহিবুর রহমান মানিককে আদালতে তুলার পর তাঁর আইজীবীরা জামিনের আবেদন করেন। মামলার মূল নথি দায়রা জজ আদালতে থাকায় জামিন শুনানি ১৫ অক্টোবর সোমবারে ধার্য করে তাঁকে জেলাহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিচারক মোহাম্মদ আলমগীর।

 

এর আগে ৮ অক্টোবর মঙ্গলবার রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরদিন বুধবারে রাতে তাকে সুনামগঞ্জে নিয়ে আসা হয়৷

 

মহিবুর রহমান মানিক এর আইনজীবী আব্দুল হামিদ জানান, মহিবুর রহমান মানিককে গ্রেফতার করে আজকে আদালতের তোলা হয়েছে আমরা জামিন চেয়েছি। সংশ্লিষ্ট আদালত না থাকায় তার জামিন হয় নি। ৪ আগস্টের  ঘটনায় তাকে অযথাই মামলার আসামী করা হয়েছে। মিথ্যা ভাবে তার উপর মামলা করায় তিনি হয়রানির শিকার হয়েছেন। ওনি গুরুতর অসুস্থ আজকে আদেশ দেওয়া হয়েছে যাতে ওনার চিকিৎসার ব্যাবস্থ করা হয় এবং কারাগার আইন অনুযায়ী তাকে মর্যাদা প্রদানের। ওনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। আগামী ১৫ তারিখে জামিন শুনানি হবে।

 

উল্লেখ্য, গত ৪ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের একদফা দাবিতে সুনামগঞ্জে  আন্দোলনরত ছাত্রজনতার উপর হামলা, গুলি, টিয়ারসেল নিক্ষেপ করে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে শতাধিক ছাত্রজনতা আহত হন। ওই ঘটনায় ৯৯ জনের বিরুদ্ধে মামলা করেন গুলিবিদ্ধ জহুর আহমদের ভাই হাফিজুর রহমান। দ্রুত বিচার আইনে দায়ের করার এ মামলায় গ্রেপ্তার করা হয় মহিবুর রহমান মানিককে ।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET