৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সাম্প্রদায়িক গোষ্ঠির আক্রমণে নিহত আহমদীয়া কিশোরের জানাযা পঞ্চগড়ে অনুষ্ঠিত




সাম্প্রদায়িক গোষ্ঠির আক্রমণে নিহত আহমদীয়া কিশোরের জানাযা পঞ্চগড়ে অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি।

আপডেট টাইম : নভেম্বর ০৯ ২০২৪, ২০:৫৮ | 624 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

আহমদীয়া মুসলিম জামাতের নিহত কিশোর শাহরিয়ার রাকিনের জানাযা শনিবার (৯ নভেম্বর ২০২৪) পঞ্চগড়ের আহমদীয়া জলসা মাঠে দুপুর ১২টা ১০মিনিটে অনুষ্ঠিত হয়। এর আগে ৮ নভেম্বর তার প্রথম জানাযা ঢাকাস্থ আহমদীয়া মুসলিম জামাতের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য গত ৫ আগস্ট, ২০২৪ সরকার পরিবর্তনের পরপরই কতিপয় উগ্র ধর্মীয় আগ্রাসীর আক্রমণে সারা বাংলাদেশের বেশ কয়েকটি স্থানে আহমদীয়া মুসলিম জামা’তের সদস্যদের উপর আক্রমণের ঘটনা ঘটে। এর মধ্যে ৫ আগস্ট বিকেলে পঞ্চগড়ের আহমদনগরে আহমদীয়া মুসলিম জামা’তের মসজিদ এবং শতাধিক ঘরবাড়ি এবং স্থাপনায় আক্রমণ এবং ২২ জনকে আহত করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে, উক্ত আক্রমণের ঘটনায় কোন রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিলো না, বরং দেশে কোন আইন-প্রশাসন বা সরকারের অনুপস্থিতির সুযোগে ধর্মীয় উগ্রবাদীদের দ্বারা উল্লেখিত আক্রমণ সমূহ সংঘটিত হয়।
পঞ্চগড়ের আক্রমণে আহতদের মধ্যে ১৬ বছরের কিশোর শাহরিয়ার রাকিন মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হলে তাকে প্রথমে স্থানীয় পঞ্চগড় সরকারী হাসপাতাল, অতঃপর রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেষে ডাক্তারের পরামর্শে ঢাকায় দ্রুত স্থানান্তরিত করা হয়। বিগত ৭ আগস্ট থেকে ঢাকার নিউরো সায়েন্স হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ল্যাবএইড হাসপাতাল এবং পুণরায় ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে দীর্ঘ তিনমাস নিবিড় পর্যবেক্ষণ এবং চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ ৮ নভেম্বর, ২০২৪ সকাল সাড়ে দশটায় নিউরো সায়েন্স হাসপাতালে তার মৃত্যু ঘটে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন। আহমদীয়া মুসলিম জামা’ত শাহরিয়ার রাকিনের মৃত্যুতে আন্তরিক শোক প্রকাশ করছে এবং এহেন বর্বরোচিত সাম্প্রদায়িক আক্রমণের তীব্র নিন্দা ও বিচার দাবি করছে।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET