চাঁদপুরের মতলব উত্তর স্পোর্টস ক্লাব আয়োজিত ‘খাসি কাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৫’ উপলক্ষে সমাজসেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন সারা ফাউন্ডেশন-কে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
শনিবার বিকেলে অনুষ্ঠিত এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে সারা ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম, শিক্ষা উন্নয়ন, স্বাস্থ্য সচেতনতা ও সামাজিক অগ্রযাত্রায় অবদানের জন্য অতিথিরা সংস্থাটির ভূয়সী প্রশংসা করেন।
সংগঠনের পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করেন সারা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন। সম্মাননা গ্রহণ করে তিনি বলেন—
“মানুষের কল্যাণে কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব। এই সম্মাননা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল। সমাজ উন্নয়নে আমরা জনগণের সহযোগিতা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।”
মতলব উত্তর স্পোর্টস ক্লাবের সভাপতি বলেন— “খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি সামাজিক সচেতনতারও একটি মাধ্যম। তরুণ সমাজকে ইতিবাচক দিকে এগিয়ে নিতে এবং সক্রিয় সামাজিক সংগঠনগুলোকে সম্মান জানাতেই এ আয়োজন।”
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, ক্রীড়া ব্যক্তিত্ব, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী দলকে ট্রফি ও পুরস্কার প্রদান করা হয়।
Please follow and like us:










