চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নে অবস্থিত আলোচিত স্বেচ্ছাসেবী সংগঠন সারা ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা আমিরুল ইসলাম রাসেল-এর জন্মদিন আজ। মানবতার সেবায় নিবেদিতপ্রাণ এই ব্যক্তিত্ব তার নেতৃত্বে সারা ফাউন্ডেশনকে একটি আদর্শ সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
প্রতিষ্ঠাতার জন্মদিন উপলক্ষে ফাউন্ডেশনের পক্ষ থেকে দোয়া মাহফিল ও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সারা ফাউন্ডেশনের সভাপতি শাহাদাত হোসেন সরকার বলেন,
“আমিরুল ইসলাম রাসেল শুধু একজন প্রতিষ্ঠাতা নন, তিনি আমাদের প্রেরণার উৎস। তার নেতৃত্ব, দায়িত্ববোধ এবং সেবার মনোভাব সারা ফাউন্ডেশনকে এগিয়ে নিতে সহায়ক হয়েছে। আমরা তার জন্মদিনে তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাই। তার স্বপ্ন বাস্তবায়নে আমরা একসঙ্গে কাজ করবো।”
সারা ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে গজরা ইউনিয়নসহ আশপাশের এলাকায় শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। আমিরুল ইসলাম রাসেলের মানবিক প্রচেষ্টায় অসংখ্য অসহায় মানুষের জীবন পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে।
নিজ জন্মদিন উপলক্ষে আমিরুল ইসলাম রাসেল বলেন,
“এই ফাউন্ডেশন মানুষের জন্য কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমি কৃতজ্ঞ সবার প্রতি, যারা আমাদের এই যাত্রায় পাশে আছেন। আমরা সবাই মিলে একটি মানবিক সমাজ গড়ে তুলবো।”
প্রতিষ্ঠাতার এই বিশেষ দিনে সারা ফাউন্ডেশনের সদস্য, শুভানুধ্যায়ী এবং স্থানীয় বাসিন্দারা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেছেন। সারা ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে প্রতিষ্ঠাতার প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।
Please follow and like us: