১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিন্দুকছড়িতে সেনাবাহিনীর  দ্রুত পদক্ষেপে প্রাণে বেচে গেলেন বিষধর সাপের কামড়ে গুরুতর আহত জানিয়া চন্দ্র ত্রিপুরা




সিন্দুকছড়িতে সেনাবাহিনীর  দ্রুত পদক্ষেপে প্রাণে বেচে গেলেন বিষধর সাপের কামড়ে গুরুতর আহত জানিয়া চন্দ্র ত্রিপুরা

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : অক্টোবর ০৯ ২০২৫, ১৮:৩৩ | 635 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত একজন সাধারণ মানুষের জীবন রক্ষায় আবারও মানবিকতার অনন্য নজির স্থাপন করলো বাংলাদেশ সেনাবাহিনী।৮অক্টোবর বিষধর সাপের কামড়ে গুরুতর আহত এক ব্যক্তিকে দ্রুততম সময়ে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে সিন্দুকছড়ি জোন। সেনাবাহিনীর সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপের ফলেই প্রাণে বেঁচে গেলেন মহাজন কারবারি পাড়ার বাসিন্দা চন্দ্র ত্রিপুরা।

জানা যায়, গতকাল বুধবার  সন্ধ্যা সাড়ে ৭টার সময় গুইমারা উপজেলার ৩ নম্বর সিন্দুকছড়ি ইউনিয়নের মহাজন কারবারি পাড়ার বাসিন্দা জানিয়া চন্দ্র ত্রিপুরা (৫৮) ফসলের ক্ষেত থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন।পথে ঘাসের ভেতর থেকে বেরিয়ে আসা একটি গ্রিন ভাইপার (বিষধর) সাপ তাঁকে দংশন করে। তিনি দ্রুত বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানানোর পর এলাকার প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে সিন্দুকছড়ি সেনা জোনকে খবর দেন।

খবর পাওয়ার সাথে সাথেই মানবিক সহায়তায় দ্রুত সাড়া দেয় সিন্দুকছড়ি জোন। টহল দলের সদস্যরা কালক্ষেপণ না করে দ্রুতত ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করেন এবং আশু চিকিৎসার জন্য মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে, রোগীর উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায়, সিন্দুকছড়ি জোন নিজেদের অর্থায়নে গাড়ি ভাড়া করে তাঁকে খাগড়াছড়ি সদর হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করে। বর্তমানে সেখানে তাঁর চিকিৎসা চলছে এবং তিনি আশঙ্কামুক্ত।

এ বিষয়ে সিন্দুকছড়ি জোন কর্তৃপক্ষ জানায়, “শুধু পাহাড়ি বা বাঙালি নয়, পার্বত্য অঞ্চলে বসবাসরত সকল সাধারণ মানুষের পাশে যেকোনো সংকটে সেনাবাহিনী পূর্বেও ছিল, ভবিষ্যতেও থাকবে। পাহাড়ের শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তা বজায় রাখতে সেনাবাহিনী ক্লান্তিহীনভাবে নিরলস কাজ করে যাচ্ছে।

সেনাবাহিনীর এই দ্রুত পদক্ষেপ ও আর্থিক সহায়তা স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে। তাদের মতে,সেনাবাহিনীর সময় মতো হস্তক্ষেপে আজ একজন মানুষের জীবন রক্ষা সম্ভব হলো। সিন্দুকছড়ি জোন উক্ত ব্যক্তির দ্রুত আরোগ্য কামনা করেছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET