৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে মানবতা ও সমাজ কল্যাণ মানবিক সহায়তা প্রদান




সিন্দুকছড়ি জোনের পক্ষ থেকে মানবতা ও সমাজ কল্যাণ মানবিক সহায়তা প্রদান

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : সেপ্টেম্বর ০৯ ২০২৪, ০১:০৩ | 615 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে গুইমারা রিজিয়নের অন্তর্গত সিন্দুকছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূরক কর্মসূচী পরিচলনা করে আসছে। জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে খাগড়াছড়ি জেলা তথা দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এই জোন।

এরই ধারাবাহিকতায় অদ্য ৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সিন্দুকছড়ি জোন কর্তৃক জোনের দায়িত্বপূর্ণ এলাকার সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে সিন্দুকছড়ি জোন সদরের বিদ্যুৎ বিহীন পরিবারের মাঝে আলোর ব্যবস্থা করা জন্য সোলার প্যানেল, আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সুবিধা বঞ্চিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ আসন্ন বর্ষার মৌসুমে দুঃস্থ ও অসহায় মানুষের বসবাস যেন বৃষ্টির কারনে ক্ষতিগ্রস্থ না হয় সেজন্য ঢেউটিন ও ছাতা, প্রান্তিক কৃষকদের মাঝে কীটনাশক স্প্রে করার মেশিন, বিশুদ্ধ পানি পানের জন্য পানির ফিল্টার, গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, স্থানীয় ক্লাবের মাঝে ফুটবল, ক্রিকেট ব্যাট ও জার্সি প্রদান এবং দুঃস্থ পরিবারের মাঝে নগদ অর্থ প্রদানসহ সর্বমোট ১৯২ জন সুবিধাভোগীর মাঝে বিভিন্ন প্রকার মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। উক্ত মানবিক কর্মকান্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, পিএসসি, জি।

এছাড়াও উপস্থিত ছিলেন, সিন্দুকছড়ি জোনের উপ অধিনায়ক মেজর মোহাম্মদ হাসান মাহমুদ, এসপিপি, পিএসসি। এ সময় জোন কমান্ডার উপস্থিত সকলকে সম্প্রীতি বজায় রেখে একত্রে মিলেমিশে বসবাসের পরামর্শ প্রদান করেন। এছাড়াও, তিনি এলাকার শান্তি, শৃঙ্খলা বজায় রাখার জন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতেও এই ধরনের জনসেবামূরক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET