মোহাম্মদ আশরাফুল, সিরাজগঞ্জ থেকেঃ- পেঁয়াজের দাম গত ২-৩ দিন আগেই ছিল ১৩০-১৪০ টাকা কেজিপ্রতি ।আজ বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জের বাজারগুলো ঘুরে দেখা যায় পেঁয়াজের দাম আকাশ চুম্বি। সরেজমিনে দেখা যায় ব্রয়লার মুরগী কেজিপ্রতি ১২৫ টাকা থেকে কমে ১১০টাকা, লেয়ার ২১০টাকা থেকে কমে ১৯০টাকা, ইলিশ ১১০০টাকা, গরুর মাংস ৫০০টাকা, খাশির মাংস ৭০০টাকা, শীতকালীন সবজির দাম কিছুটা কমলেও পেঁয়াজের দাম লাগাম ছাড়া হয়ে গেছে। বর্তমানে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২০০টাকা।
ক্রেতারা বলছেন ২দিন আগেই ১৩০-১৪০ টাকা করে পেঁয়াজ কিনেছেন। আজ বাজারে গিয়েই পেয়াজের দাম শুনে মাথায় হাত দিতে হচ্ছে। রজিব নামের একজন ক্রেতা অভিযোগ করেছেন পেঁয়াজের দাম এতো বাড়লো কেন? তিনি প্রতি বাজারে ২কেজি পেয়াজ কিনতেন। কিন্তু আজ তার দাম বাড়ায় কিনতে হয়েছে ১কেজি। অন্যান্য ক্রেতাদেরও একই অভিযোগ। অন্যদিকে দোকানীরা বলছেন তারা বেশি টাকায় কিনে বেশি দামে বিক্রি করছেন। অন্য দ্রব্যের বাজার স্থিতিশীল বা নিম্নগামী হলেও পেঁয়াজের দামটা অনেক বেশি। সাধারণ ক্রেতারা বলছেন প্রশাসন সঠিকভাবে বাজারগুলো মনিটরিং করলেই দাম কমবে।