উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:- সিরাজগঞ্জের বেলকুচিতে ২৫ পিস ইয়াবাসহ তারেক রহমান (২৫) নামে এক জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রবিবার সকালে বেলকুচি পৌর এলাকার চরচালা জামে মসজিদ সংলগ্ন থেকে তারেককে ২৫ পিছ ইয়াবা সহ গ্রেফতার করা হয়। তারেক রহমান বেলকুচি পৌর এলাকার গাড়ামাসী গ্রামের বখতিয়ার হোসেনের ছেলে।
বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে থানার উপ-পরিদর্শক নাজমুন হক অভিযান অভিযান চালায়। অভিযানে তারেককে ২৫ পিছ ইয়াবাসহ চরচালা মসজিদ সংলগ্ন থেকে গ্রফতার করে। সে দীর্ঘদিন যাবৎ ইয়াবাসহ বিভিন মাদকের ব্যবসা করে আসছিল। তার নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Please follow and like us: