সিরাজুল ইসলাম শিশির:
সিরাজগঞ্জে ৫৪তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির শুরু করা হয়।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে দেশমাতৃকার মুক্তির সংগ্রামে আত্মবলিদানকারী চিরঞ্জীবদের শ্রদ্ধা জানাতে অগ্রণী ব্যাংক পিএলসি সিরাজগঞ্জ অঞ্চল এক বর্ণাঢ্য বিজয় র্যালী বের করে। বিজয় র্যালিটি বড়পুল থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তির সোপানে এসে শেষ হয়। সেখানে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অগ্রণী ব্যাংক পিএলসি সিরাজগঞ্জ অঞ্চলের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
বিজয় র্যালীটির নেতৃত্ব দেন সহকারী মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোঃ সাজেদুল হক। এছাড়াও র্যালীতে উপস্থিত থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অগ্রণী ব্যাংক অফিসার কল্যাণ সমিতি বাংলাদেশ এর সিরাজগঞ্জ অঞ্চলের সাধারণ সম্পাদক টি,এম, আব্দুল হাই হাসিনুর, সহ-সভাপতি সুলতান মাহমুদ, যুগ্ম সম্পাদক পলাশ কুমার সাহা, লুৎফর রহমান, নুরুল আমিন খান, জাহিদ হাসান, শফিজুল ইসলাম,যুগ্ম সম্পাদক আতিকুর রহমান, সালাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম ছাড়াও এনামুল হক, হাবিবুর রহমান,ফারুক হোসেন,নিশাত তাসনিম,রুমা খাতুন, সবুর আলম, আলী আহাম্মেদ, আলী আহসান সহ অন্যান্য নেতৃবৃন্দ। অগ্রণী ব্যাংক কর্মচারী কল্যাণ সমিতির পক্ষে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ অঞ্চলের আহবায়ক আবুল কালাম ও সদস্য সচিব আঃ সালাম প্রমুখ।
এর আগে ভোরে বিজয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা বিএনপি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, সিরাজগঞ্জ প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।