
সিরাজগঞ্জ সদর উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক ‘শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান ২০২৫ উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) দিনব্যাপী সিরাজগঞ্জ পৌর শহরের গয়লা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, নৃত্য ও সংগীতসহ বিষয়ভিক্তিক কুই ও কাবিং প্রতিযোগিতায় ১০টি ইউনিয়ন ও ১টি পৌর সভার ৫৪টি ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এসময় তাদের প্রতিযোগিতা দেখতে স্কুল মাঠে ভিড় করেছে অভিভাবকসহ স্থানীয়রা।
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার
ভারপ্রাপ্ত মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে ৩ টার দিকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মোনোয়ার হোসেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বিশ্বজিৎ কুমার সাহা, মো. ফজলুল হক।
এসময় উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার, মোছা. দিলরুবা,মোছা. সামিমা সুলতানা , মো.আককাছ আলী, অরুন কুমার দেবনাথ ,এস, এম আব্দুল মমিন, আবিদা সুলতানাসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, সুধিজন, সাংবাদিক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির মহেশকাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণজিৎ কুমার সাহা ও কাদাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কারিম মির্জার সঞ্চালনায় অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।