তুষার আহমেদ.
সিরাজগঞ্জ সলঙ্গা থানার লাঙ্গলমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব হোসেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।
রোববার (৮ ডিসেম্বর) সকালে তার নিজ গ্রাম ইচলা চান্দা কবর স্থান এলাকায় জানাযা শেষে দাফন সম্পন্ন করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক ইয়াকুব হোসেন বেশ কিছুদিন যাবত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন, তিনি গতকাল রাতে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসা রত অবস্থায় মৃত্যুবরণ করেন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। বর্তমানে ৫৯ জন বিভিন্ন হসপিটালে ভর্তি রয়েছেন। এখন পর্যন্ত প্রধান শিক্ষক ইয়াকুবসহ ৩জন মারা গেছে।
সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন বলেন, জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে স্বাস্থ্য বিভাগ থেকে মাইকিং এবং প্রচারপত্র বিলি করা হচ্ছে। সব হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা রয়েছে। জ্বর হলে, শরীর দুর্বল বা বমি হলে চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন তিনি।