
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি (রিয়াজ-নজরুল) সিরাজগঞ্জ জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে এতে সভাপতি পদে রাঙ্গালিয়াগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সরওয়ার জাহান ও সাধারণ সম্পাদক পদে রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো. হাসান উল করিম তালুকদার নির্বাচিত হন।
সোমবার (১৭ মার্চ) সকাল ১১ টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের হোসেনপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় এর হলরুমে তিন বছর মেয়াদি এই কমিটি গঠন করা হয় এবং আগামী তিন মাসের মধ্যে পুনাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ছাড়াও এই কমিটিতে উপদেষ্টা হিসেবে নির্বাচিত হন গুপির পাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খুরশিদ জিন্নাহ্।
এর আগে ১০ম গ্রেড এবং গেজেটেড মর্যাদা প্রাপ্তি উপলক্ষ্যে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়াও নবাগত
উপজেলা শিক্ষা অফিসার মোঃ ফজলুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মো. হারুনর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই),
সুপারিনটেনডেন্ট মো. ইসমাইল হোসেন।
সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার
বিশ্বজিৎ কুমার সাহা, মো. ফজলুল হক। এসময় সদর উপজেলার অন্যান্য সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দ।