সিরাজগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ২৯ সেপ্টেম্বর ২০২৪) সকাল ১০ টাকার দিকে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি, সিরাজগন্জের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ে কালেক্টরেট চত্বরে এই বনার্ঢ়্য শোভাযাত্রা ও বেলুল উড়িয়ে এর শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ তোফাজ্জল হোসেন।
বনার্ঢ়্য শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক কার্যালয়ে শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতিরায়।
সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ শিশু একাডেমি সিরাজগঞ্জের এর আবৃত্তি প্রশিক্ষক রাখী সাহা।
এসময়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় ও শিশু একাডেমির অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।