২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সিরাজগঞ্জে মটর শ্রমিকের উদ্যোগে মৃত শ্রমিকের পরিবারের মাঝে অর্থ বিতরন




সিরাজগঞ্জে মটর শ্রমিকের উদ্যোগে মৃত শ্রমিকের পরিবারের মাঝে অর্থ বিতরন

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মে ১০ ২০২৪, ১২:০৬ | 665 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিভিন্ন সময় দুর্ঘটনা ও বয়সজনিত কারনে মৃত শ্রমিকের পরিবারের মাঝে নগদ অর্থ বিতরন করা হয়েছে।

শুক্রবার ১০ মে সকাল ১০ টার দি‌কে জেলা মটর শ্রমিক ইউনিয়নের হলরুমে অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব শামীম তালুকদার লাবু উপ‌স্থিত থে‌কে পরিবার প্রতি ২০ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করেন।

অনুষ্ঠাটি জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান তালুকদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মনিরুজ্জামান লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন,

সিরাজগঞ্জ বাস মি‌নিবাস ও কোচ মালিক সমিতির সভাপ‌তি মোঃ মিজবাহুল ইসলাম সাধারন সম্পাদক আতিকুর রহমান আতিক প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে শুধু মৃত শ্রমিকের পরিবারকেই নয়, শ্রমিকদের ছেলেমেয়ের লেখাপড়ার জন্য বৃত্তি অনুদান ও অসুস্থ শ্রমিককে চিকিৎসা অনুদান প্রদান করা হয়ে থাকে। নেতৃবৃন্দ্রের দাবী সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিকের ন্যায় যদি গোটা বাংলাদেশের শ্রমিক সংগঠনগুলো শ্রমিকদের জন্য কাজ করে তবে শ্রমিকরা অবহেলিত থাকবে না। তাদের কষ্ট অনেকটা লাঘব হবে।

জেলা মটর শ্রমিক ইউনিয়নের অনুদান চলমান থাকবে বলেও নেতৃবৃন্দ ঘোষনা দেন। অনুষ্ঠানে শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক মন্ডল, সিনিয়ল সহ-সম্পাদক সেলিম রেজা, সহ-সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাজেদ খান, সড়ক সম্পাদক শাহীন সেখ, কোষাধ্যক্ষ মোক্তার হোসেন, দপ্তর সম্পাদক মুঞ্জুর রশিদ রানা, সমাজ কল্যাণ সম্পাদক আলম সেখ ক্রীড়া সম্পাদক সোহেল রানা, সাংস্কৃতিক সম্পাদক রেজাউল করিম ও প্রচার সম্পাদক রহিম উদ্দিন কার্যকরী পরিষদের সকল নেতা ও উপদেষ্টা পরিষদের সকল সদস্যগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সুলতান তালুকদার ও সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান লিটন দায়িত্ব পাওয়ার পর থেকে পর্যায়ক্রমে ১১৮টি পরিবারের মাঝে ২০ হাজার টাকা করে মোট ২৩ লক্ষ ৬০ হাজার টাকা অনুদান প্রদান করেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET