২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • মে‌ডি‌কেল কলেজের শিক্ষকের পিস্তলের গুলিতে শিক্ষার্থী গুলিবিদ্ধ-ছাত্র/ছাত্রী‌দের বিক্ষোভ




মে‌ডি‌কেল কলেজের শিক্ষকের পিস্তলের গুলিতে শিক্ষার্থী গুলিবিদ্ধ-ছাত্র/ছাত্রী‌দের বিক্ষোভ

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : মার্চ ০৪ ২০২৪, ১৯:৫৬ | 728 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষক ডাঃ রায়হান শরীফের পিস্তলের গুলিতে ৩য় বর্ষের শিক্ষার্থী আরাফাত আমিন তমাল নামের এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে।

এঘটনায় ওই শিক্ষকের বিচার চেয়ে মেডিকেলের সকল শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও আন্দোলন করছে। পরিতিস্থি নিয়ন্ত্রণের জন্য কাজ ক‌রে‌ছে আইনশৃক্ষা বাহিনী।

৪ মার্চ সোমবান বিকেল ৪ টার দিকে শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের ফরেনসিক মেডিসিন আইটেম ক্লাশ চলাকালীন সময়ে এই র্ঘটনা ঘটে।

কলেজ ছাত্র-ছাত্রী সূত্রে জানা যায়, ডা.রায়হান শরিফ বিভিন্ন সময়ে ছাত্র-ছাত্রীদের কুপ্রস্তাব ও ভয়ভীতি দেখিয়ে আসতো। এ বিষয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিলেও কলেজ কর্তৃপক্ষ কোন পদক্ষেপ নেয়নি। এমনিক ডাঃ রায়হান শরিফ কমিউনিটি মেডিসিনের শিক্ষক হওয়ার স্বত্ত্বে ও তার নিজস্ব ক্ষমতা দেখিয়ে ফরেনসিক বিভাগে ক্লাস নি‌তেন
তিনি। ক্লাস চলাকালীন সময় ছাড়াও সার্বক্ষণিক তিনি পিস্তল নিয়ে চলাফেরা করতেন।

সোমবার  বিকেলে ক্লাশ চলাকালিন সময়ে দেশীয় পিস্তল ও ১০ থেকে ১৩ টা দেশীয় ধারালো চাকু নিয়ে হঠাৎ করে ক্লাসের সময় শিক্ষক ৩য় বর্ষের ছাত্র আরাফাত আমিন তমালকে গুলি করে। তার চিৎকারের সবাই এগিয়ে আসলে ডাঃ রায়হান শরিফকে তালাবদ্ধ করে রাখা হয়। বর্তমানে ওই শিক্ষকের বিচার চেয়ে মেডিকেলের ছাত্রছাত্রী আন্দোলন করলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন  আইনশৃঙ্খলা বাহিনী।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলহাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, ওই শিক্ষক প্রতিদিন ক্লাসে পিস্তল নিয়ে আসতেন। ক্লাস চলাকা‌লে শিক্ষক ও শিক্ষার্থীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই শিক্ষক রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে গুলি ছোড়ে। এ সময় গুলিতে আহত হন শিক্ষার্থী আরাফাত আমিন। এ ঘটনার পর ওই শিক্ষককে একটি কক্ষে  হেফাজতে রাখার  পরে  পুলিশ তাকে উদ্ধার করে  থ‌ানায় নি‌য়ে আ‌সেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET