
জেলা পরিষদ সিরাজগঞ্জ এর আয়োজনে দেশে পরিবহন খাতে দূর্ঘটনা রোধ করার লক্ষ্যে সড়ক পরিবহন আইন বিষয়ে দিন ব্যাপী নতুন ড্রাইভিং প্রশিক্ষণপ্রাপ্তদের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার ২৩ জুন সকাল ১০ টার দিকে জেলা পরিষদের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালাটি উপজেলা যুবউন্নয়ন প্রশিক্ষন কেন্দ্রর কোর্স কোঅর্ডিনেটর মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দুর্ঘটনা এড়াতে সড়ক ও পরিবহন আইনের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা করেন, সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের
সহকারী প্রকৌশলী কাজী মোঃ আব্দুল বাতেন, হিসাব রক্ষক, মোঃ ফাইজুল হক,ডিজিটাল ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্রর প্রশিক্ষক মোঃ হাসান আলী সহ যুব প্রশিক্ষণ কেন্দ্রর অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
প্রশিক্ষণে বিভিন্ন উপজেলার প্রথম শিফ্টে ২০ জন নতুন ড্রাইভিং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।