বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যগণ দায়িত্ব পালনকালে বিভিন্নভাবে মৃত্যুবরণ করেন। দায়িত্বরত অবস্থায় মৃত্যুবরণকৃত এ সকল পুলিশ সদস্যদের স্মরণে প্রতি বছর আয়োজন করা হয় ‘‘পুলিশ মেমোরিয়ালে ডে’’। সিলেট রেঞ্জ সদরের সকল পুলিশ ইউনিটের আয়োজনে সিলেট জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে ‘‘পুলিশ মেমোরিয়াল ডে ২০২৪’’ উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভার। সিলেট জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুল, পিপিএম-সেবা মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী জনাব শফিকুর রহমান চৌধুরী, এমপি মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-১ আসনের মাননীয় সংসদ সদস্য ড. এ, কে আব্দুল মোমেন, সিলেট-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ইমরান আহমদ, সিলেট-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব হাবিবুর রহমান হাবিব, সিলেট-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ হুছাম উদ্দিন চৌধুরী, সংরক্ষিত মহিলা আসন-৩৯ এর মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব রুমা চক্রবর্তী, সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী, বিভাগীয় কমিশনার জনাব আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি, সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব শাহ মিজান শাফিউর রহমান বিপিএম(বার) পিপিএম-সেবা, পুলিশ কমিশনার জনাব মোঃ জাকির হোসেন খান, পিপিএম-সেবা, জেলা পরিষদ চেয়ারম্যান এড. মোঃ নাসির উদ্দিন খান, অন্যান্য ইউনিট প্রধানগনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদিকবৃন্দ ও সুধী সমাজের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে মৃত্যুবরণকারি ০৭ সদস্যের জন্য পুলিশ লাইন্স সিলেটে নির্মিত অস্থায়ী বেদিতে আগত অতিথিবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিগণ জেলা পুলিশ লাইন্স হল রুমে নিহত পুলিশ সদস্যদের পরিবার বর্গের সাথে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।