বিশিষ্ট সমাজ সেবক ও অসহায় মানুষের বন্ধু মেডিকেল সামাজিক গ্রুপের ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সভাপতি এবং যুক্তরাজ্যের TOP RATING 5 STAR TAXI COMPANY ‘RAJ TAXIS NEWBURY’ স্বত্বাধিকারী, যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যাবসায়ী এবং যুক্তরাজ্য প্রবাসী জনাব রাজীব হোসেন রাজ সংক্ষিপ্ত সফরের জন্য বাংলাদেশে আসলে এ উপলক্ষে গত ২৭ জানুয়ারি রাজিব হোসেন রাজ কে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেইটে মেডিকেল সামাজিক গ্রুপ ও সর্বস্তরের পক্ষ থেকে অভিনন্দন ও সম্বর্ধনা জানানো হয়েছিল। তিন সাপ্তাহ সফর শেষে গত ১৭ ফেব্রুয়ারী শনিবার রাজিব হোসেন রাজ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল ৮ ঘটিকার সময় সরাসরি ফ্লাইটে ইংল্যান্ডে উদ্দেশ্যে রওয়ানা দেন। এর পূর্বে গত ১৬ ফেব্রুয়ারী রাত ৯ টার দিকে মেডিকেল সামাজিক গ্রুপের পক্ষ থেকে সিলেট নগরীর মেডিকেল এলাকায় একটি কনফারেন্স হল রুমে উনাকে বিদায়ী সম্বর্ধনা দেওয়া হয়। মেডিকেল সামাজিক গ্রুপের পক্ষ থেকে প্রতিষ্টাতা চেয়ারম্যান ও সভাপতি রাজিব হোসেন রাজকে সবাই ফুলেল শুভেচ্ছা ও একটি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উক্ত বিদায়ী অনুষ্ঠানে মেডিকেল সামাজিক গ্রুপ’র অনেকেই কান্না ভরা হৃদয় নিয়ে বক্তব্য দেন। রাজিব হোসেন রাজ তার বক্তব্যে বলেন, আমাদের মেডিকেল সামাজিক গ্রুপের পক্ষ থেকে সব সময় অসহায়, হতদরিদ্র, মসজিদ, মাদ্রাসা ও এতিম বাচ্চাদেরকে মেডিকেল সামাজিক গ্রুপ সব সময় সহযোগিতা করে যাবে।
যখন যা প্রয়োজন হয় আপনারা আমাকে অবগত করবেন আমার সাধ্য অনুযায়ী আপনাদের সবাইকে নিয়ে মেডিকেল সামাজিক গ্রুপের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। উক্ত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শওকত আলী বেলাল, খায়রুল আলম সুমন, মুবিনুল হক চৌ: রাহী, মুমিনুর রশিদ সুজন, মাজহারুল ইসলাম সুমন, আ: সালাম, মো: নাজিম, আ: মনাফ, আলী আমজাদ, নাসিম আহমদ চৌ:, সৈয়দ মনজু, আহমদ নাজিম পান্না, আ: কাদির লিটন, মো: জসীম, আ: শোয়েব, সোহেল মাহমুদ সুজাত আহমদ আজম, এখলাছ আহমদ তন্ময়, পলাশ তালুকদার, হাফিজ, আরমান, শাহীন আহমদ, আলাল, সোহান, আলম, মাহবুব, সুমন চক্রবর্তী, হানিফ আহমদ, বশির, রাবেদ, মোস্তাক রুবেল, রতন দাস, আ: খালিক, এনামুল হক, জাবেদ হোসেন, সুমিত, ওমর, জামিল, কবির আহমদ, লায়েক আহমদ খান, সেবুল আহমদ, খালেদ আহমদ, মো: রুবেল, মো: গিয়াশ, সাইদুর রহমান, মো: জামিল, ফয়েজ আল হাসান প্রমুখ।