
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় ৪৫ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
” বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি “
এই প্রতিপাদ্যকে সামনে রেখ মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে বিশ্বম্ভর পুর উপজেলা সদরের মুক্ত মঞ্চে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে উক্ত সপ্তাহের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান এর সভাপতিত্বে শিক্ষক অঞ্জন কুমারদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন। বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ তাজ্জত আলী খান, থানার অফিসার ইনচার্জ শ্যামল বনিক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বেনজির আহমেদ মানিক, সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নয়ন মিয়া, উপজেলা প্রকৌশলী এলজিডি মোঃ একরামুল হোসেন, উপজেলা জনস্বাস্থ্য উপ সহকারী প্রকৌশলী মৃদুল কান্তি সরকার, উপজেলা প,প, কর্মকর্তা মোঃ আব্দুর রহমান, শিক্ষক আবুল কাশেম, প্রেস ক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন প্রমুখ।
মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ টি স্টল অংশগ্রহণ করে। বুধবার ২৪ জানুয়ারি পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সুনামগঞ্জ ৪ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য ড. মোহাম্মদ সাদিক।
Please follow and like us: