সুনামগঞ্জের ধোপাজান, যাদুকাটা ও অন্যান্য নদ-নদীতে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ই অক্টোবর) সুনামগঞ্জ শহরতলী টাফিক পয়েন্টে হাওর ও নদী রক্ষা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মোজাহিদুল ইসলাম মজনুর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদের সঞ্চালনায় ৬ দফা দাবি উত্তাপন করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক মোঃ ওবায়দুল হক মিলন। প্রতিবাদ সমাবেশে হাওর ও নদী রক্ষা আন্দোলনের ৬ দফা দাবীসমূহ : ১. ধোপাজান নদী থেকে ভিটবালু উত্তোলনের অনুমোদন বাতিল করতে হবে। ২. যাদুকাটা নদীতে ইজারা বহির্ভূত স্থান থেকে বালু-পাথর উত্তোলন বন্ধ করতে হবে। ৩. বালু-পাথর লুটপাটকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সরকারবাদী মামলা করতে হবে, প্রকৃত দোষী ব্যক্তিদের আইনের আওতায় নিয়ে এসে দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে। ৪. দোয়ারাবাজার উপজেলার চিলাই নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে হবে। ৫. দোয়ারাবাজার উপজেলার খাসিয়ামারা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে হবে। ৬. জেলার প্রত্যেকটি খনিজ সম্পদ অঞ্চলে ট্রাস্কফোর্স গঠন করতে হবে। প্রকৃতি পরিবেশ, মানুষের জীবন-জীবিকা ও সম্পদ সুরক্ষায় সুনামগঞ্জের ধোপাজান, যাদুকাটাসহ সকল নদ-নদীতে অবৈধ বালু-পাথর উত্তোলনের বন্ধের দাবিতে বক্তব্য রাখেন সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, এড. আনিসুজ্জামান, হাওর ও নদী রক্ষা আন্দোলনের জেলার যুগ্ম আহ্বায়ক ওবায়দুল মুন্সী, সদস্য মিজানুল হক সরকার, সুমন পাল, মাইনুদ্দিন, কর্ণবাবু দাশ, শাহ্ মোশাহিদ আলম ফয়সল, দবির মিয়া । সদর উপজেলার আহ্বায়ক নুরুজ্জামান জুয়েল, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, ফারুক আহমেদ, পৌর শাখার আহ্বায়ক আফিকুজ্জামান রিপন,যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, আশরাফুজ্জামান বাবলু, শফিউল আলম, হাওর ও নদী রক্ষা আন্দোলনের শান্তিগঞ্জ উপজেলার আহ্বায়ক ইমদাদ হোসেন, শাল্লা উপজেলার সদস্য সচিব আনোয়ার হোসেন, দোয়ারাবাজার উপজেলার সদস্য মোফাজ্জল হাসান এবং হাওর ও নদী রক্ষা আন্দোলনের শুভাকাঙ্ক্ষী আবজাল হোসেন, জাকিরুল হক মান্না, রুহুল আমিন প্রমূখ।










