সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে জনগণের চলাচল সীমিত করার প্রেক্ষিতে জেলার খেটে খাওয়া দরিদ্র অসহায়দের দিনমজুরদের মধ্যে ২৮ মার্চ শনিবার সকাল ১১.০০টায় সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে ত্রাণ সহায়তা বিতরণ করেন জনাব মোহাম্মদ আব্দুল আহাদ, জেলা প্রশাসক, সুনামগঞ্জ।

সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে ত্রাণ সহায়তা বিতরণ।
এ সময়ে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সুনামগঞ্জ, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি জনাব খায়রুল হুদা চপলসহ সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এর পরিচালকবৃন্দ। সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে জনগণের চলাচল সীমিত করার প্রেক্ষিতে জেলার খেটে খাওয়া দরিদ্র অসহায়দের দিনমজুরদের মধ্যে এই সহায়তা বিতরণ করা হয়। সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে প্রায় ৪০০ জন লোকের মধ্যে ১০ কেজি করে চাল ২ কেজি করে আলু এবং ১ কেজি করে ডাল বিতরণ করা হয়।










