বাংলাদেশ বৈষম্যবিরোধী ছাত্রছাত্রীদের আন্দোলনের মুখে সদ্য পদত্যাগকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্রগণহত্যার দায়ে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সারাদেশের ন্যায় সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে দু”দিনব্যাপী অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল করেছেন।
বুধবার সকাল ১১টায় বিশ্বম্ভরপুর উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ একত্রিত হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে।এ বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলার উন্মুক্ত মঞ্চে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে । এ সমাবেশ থেকে দুদিন ব্যাপী অবস্থান ও বিক্ষ কর্মসূচি ঘোষণা করা হয় ।
বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট ছবার মিয়ার সভাপতিতে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ,বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপি নেতা – আশিকুর রহমান আশিক, হায়াতুল ইসলাম ,মইনুর রহমান ,যুব দল নেতা -জাহাঙ্গীর আলম ,মিজানুর রহমান ,শ্রমিক দল নেতা -মুক্তার হোসেন ,রমেল আহমেদ ,আলী হোসেন, ছাত্রদল নেতা -হিমেল আহমেদ কোহিনুর আলম প্রমূখ ।
নেতৃবৃন্দরা বলেন, গত ৫ই আগষ্ট ছাত্র জনতার আন্দোলনের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী ফ্যাসিস শেখ হাসিনার সরকার পদত্যাগ করে দেশত্যাগে করে পালিয়ে পাশ্ববর্তী ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন। বিগত ১৫ বছরে স্বৈরাচার ভোটার বিহীন অনির্বাচিত আওয়ামীলীগ সরকারের ব্যাপক অনিয়ম,র্দূনীতি,বিদেশে টাকা পাচারসহ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর অত্যাচারে স্টিমরোলার চালিয়ে দেশটাকে কুক্ষিগত করে রেখেছিল । কিন্তু ছাত্র জনতার এক দফার আন্দোলনের মুখে স্বৈরশাসক শেখ হাসিনা ও তার মন্ত্রী এমপিরা দেশ চেরে পালিয়ে গিয়েছে। বকতারা আরও বলেন,বিগত সরকার পনের বছরের শাসনামলে দেশের যে অপূরণীয় ক্ষতি করেছে তার মাশুল এ জাতিকে দিতে হবে । গুম খুন ও দেশব্যাপী বৈষম্য বিরোধী আন্দোলনে উত্তাল ছাত্রছাত্রীদের যারা গুলি করে পাখির মতো হত্যা করেছে ও শেখ হাসিনাসহ বিদেশে পালিয়ে থাকা সকল হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারের মাধ্যমে তাদের ফাসিঁর রায় কার্যকর করতে বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকারের নিকট জোর দাবী জানান।
Please follow and like us: