২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • সুন্দরবনের মত রামপাল ও মোংলাকে সবুজের জনপদ করে গড়ে তোলা হবে- রামপালে নারী সমাবেশে ডক্টর ফরিদুল ইসলাম  




সুন্দরবনের মত রামপাল ও মোংলাকে সবুজের জনপদ করে গড়ে তোলা হবে- রামপালে নারী সমাবেশে ডক্টর ফরিদুল ইসলাম  

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ০৭ ২০২৪, ১৯:২৪ | 633 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাগেরহাট জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম নারী সমাবেশে আগত নারীদের উদ্যেশ্যে বলেন, সুন্দরবনের মত রামপাল ও মোংলাকে সবুজের জনপদ করে গড়ে তোলা হবে। কোন লুটপাটকারীকে চেয়ারম্যান বা জনপ্রতিনিধি বানানো হবে না। লুটপটকারী, ধান্ধাবাজদের প্রতিহত করা হবে। এমন কি দলে কোন দুর্বৃত্ত রাখা হবে না। কোন অবস্থায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেয়া হবে না। হালাল রুজি ইনকাম করতে হবে। মানুষের সুখ- দুঃখের সাথে থেকে রাজনীতি করতে চাই। একটি মহল চক্রান্ত করছে, তারা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। কেউ বিভ্রান্ত হবেন না। তারেক রহমান বলেছেন, জনগণের আস্থা ধরে রাখতে হবে। তাদের সাথে সম্পৃক্ত থাকতে হবে।
প্রাথমিক শিক্ষায় আপনার সন্তানকে মূল্যবোধ শিখাতে হবে। মেধাবী শিক্ষকদের প্রাথমিক শিক্ষায় অন্তর্ভূক্ত করতে হবে। সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি খেলাধুলা ও  সাংস্কৃতিতে অন্তর্ভূক্ত করতে হবে। বাচ্চাদের ক্রীড়ায় অবদান রাখতে হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের অর্ধেক নারী। তাদের সমাজের, রাষ্ট্রের ও রাজনীতিতে অবদান রাখতে হবে। তারেক রহমানের নির্দেশনা মেনে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, আমরা ক্ষমতায় গেলে নারীদের সুবিধার জন্যে ফ্যামিলি কার্ড করে দেয়া হবে। ১৮ কোটি মানুষকে নিয়ে অর্থনৈতিক মুক্তির ব্যাবস্থা করা হবে। নেতিবাচক রাজনীতি পরিহার করে ইতিবাচক রাজনীতির চর্চা করতে হবে। কৃষক-শ্রমিকদের অর্থনৈতিক মুক্তির জন্যে কাজ করতে হবে। তত্বাবধায়ক সরকার ব্যাবস্থা ফেরাতে হবে। নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে হবে। তারেক রহমান চান সুন্দর, সমৃদ্ধির বাংলাদেশ গড়তে সকলের মতামত নিতে হবে। শিক্ষা, স্বাস্থ্যখাতকে বিশ্বমানের করা হবে, রূপপুর পারমাণবিক প্রকল্পে ৫৯ হাজার কোটি টাকা লুট হয়েছে। লুটপাটকারীদের দেশ থেকে উৎখাত করা হবে। সাম্য ও গণতান্ত্রিক মূল্যবোধর রাজনীতির চর্চা করা হবে।
রামপাল সদর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে শনিবার (৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টায় উপজেলা সদরের মডেল মসজিদ চত্তরে অনুষ্ঠিত বিশাল মহিলা সমাবেশে উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত নারী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন, রামপাল উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক লুৎফর রহমান মোড়ল, যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন বাবু, যুগ্ম আহবায়ক শেখ ফিরোজ কবির, মাষ্টার মুজিবর রহমান জোয়ার্দার, শেখ আব্দুল্লাহ আজমি, উপজেলা বিএনপি’র সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম, শেখ মোতাহার আলী, এনামুল হক প্রিন্স, উপজেলা যুবদলের আহবায়ক মল্লিক জিয়াউল হক জিয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. মাসুদুর রহমান পিয়াল, সদস্য সচিব এস, এম আলমগীর কবির বাচ্চু, মোংলা উপজেলা যুবদলের আহবায়ক আবু হোসেন পনি, সেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী অজিয়ার রহমান, ছাত্রদলের আহবায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন প্রমুখ। সমাবেশে প্রায় ৩ সহাস্রাধিক নারী ও বিভিন্ন ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক বিএনপি  অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী অংশগ্রহণ করেন।
Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET