৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-




হফছড়ি ইউনিয়ন বিএনপির বিশাল কর্মীসভা অনুষ্ঠিত

এম দুলাল আহাম্মদ, খাগড়াছড়ি করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : নভেম্বর ০২ ২০২৪, ০১:৩৭ | 631 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গুইমারা উপজেলার ২নং হাফছড়ি ইউনিয়ন শাখার উদ্যোগে বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

১নভেম্বর শুক্রবার বিকালে,হাফছড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে,ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন সুমনের সঞ্চালয় অনুষ্ঠিত কর্মী সভায় উদ্বোধক ছিলেন,খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট আঃ মালেক মিন্টুর।প্রধান অতিথি ছিলেন,খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।বিশেষ অতিথি ছিলেন,জেলা বিএনপির প্রধান উপদেষ্ঠা জাকিয়া জিনাত বিথী,জেলা বিএনপির যগ্ন সম্পাদক মোশাররফ হোসেন,জেলা মহিলা দলের সভানেত্রী কোহেলী দেওয়ান, গুইমারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইউচুপ,বর্তমান সভাপতি সাইফুল ইসলাম সোহাগ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরমান হোসেন,সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম।

সভায় সিন্দুকছড়ি ও গুইমারা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ হাফছড়ি ইউনিয়ন ও ওয়ার্ড শাখা বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।বিশেষ করে মহিলা দলের নেতা-কর্মীদের উপস্থিতি ছিল উল্লেখ যোগ্য।

সভায় বক্তারা বলেন,ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গণহত্যাকারী শেখ হাসিনার নেতৃত্বাধীন অনির্বাচিত অবৈধ সরকারের পতন হলেও পতিত স্বৈরাচার এবং তাদের দোসরদের ষড়যন্ত্র এখনো চলছে।খাগড়াছড়িতে ও ওয়াদুদ ভূইয়াকে নিয়ে ষড়যন্ত্র চলছে।পার্বত্য চট্রগ্রামে সেনাবাহিনীকে নিয়েও ষড়যন্ত্র চলছে।গত ১৮ বছর ধরে অত্যাচার নির্যাতন করে মানুষের ভালবাসা থেকে ওয়াদুদ ভূইয়াকে মানুষের মন থেকে বিন্দুমাত্রও বি”্যুত করতে পারেনি।পতিত দোসরদের কোনো ভাবেই ষড়যন্ত্র করতে দেওয়া যাবে না।পাহাড়ি-বাঙালি মধ্যে সম্প্রীতি বন্ধন করতে হবে।কোনো ধরনের উস্কানিতে কান না দিয়ে সকলকে ধর্য্য ধরে পাহাড়ের কিংবদন্তি জননেতা সাবেক এমপি ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সফল চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়া কে অগামীতে নির্বাচিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে হুশিয়ার উচ্চারণ করে বক্তারা বলেন,কোনো ধরনের  দখলবাজী, জুলুম করলে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET