পত্রিকায় সংবাদ প্রকাশের সূত্র ধরে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৬নং ভতুরিয়া ইউনিয়নের জিগাঁও- হিন্দুপাড়া ও মাগুড়ার গ্রামের নানাদহ নামক স্থানের খালের উপর দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়ানে ৬৭ লক্ষ ৭২ হাজার ৫৯২ টাকা ব্যায়ে নতুন গার্ডাজ ব্রিজ নির্মান করা হয়েছে। আর ব্রিজ নির্মাণে হাসি ফুটেছে ৩ গ্রামের ৭ হাজার মানুষের মুখে।
স্থানীয়রা জানায় সংবাদ পত্রে খবর প্রকাশের পর দেরীতে হলেও এই খালের উপর নতুন ব্রীজ নির্মাণ হওয়ায় খাল পাড়াপাড়ে কষ্ট লাঘব হলো।
হরিপুর পিআইও কার্যালয় সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম (এমপি) এর নিদের্শণা মোতাবেক ২০২২-২৩ অর্থ বছরে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও সংস্কারের লক্ষে টিআর-কাবিখা কর্মসূচির মাধ্যমে গ্রামের কাচা রাস্তা সংস্কার ও সিসি ঢালাই সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কারের কাজ করা হয়েছে।
আমগাঁও ও হরিপুর ইউনিয়নে এক কিলোমিটার কাচা রাস্তা এইচ বিবি করা সহ ভাতুরিয়া ইউনিয়নের খালের উপর একটি গার্ডার ব্রিজ, অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য ৬ টি বীর নিবাস নির্মাণ করে হস্তান্তর করা হয়েছে এবং ৭ টির কাজ চলমান রয়েছে।
এছারাও অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় ৮৭৬ জন শ্রমিকের কর্মসংস্থা করে গ্রামের ৫৬ টি রাস্তার সংস্কারের কাজ করা হয়েছে। হরিপুর উপজেলার ৬ টি ইউনিয়নের গ্রামিন অবকাঠামো উন্নয়নের কাজ ঠাকুরগাঁও-২ আমনের এমপির নিদের্শনায় ব্যাপক উন্নয়ন হয়েছে।
হরিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম এ করিম বলেন, সংসদ সদস্য আলহাজ্ব মোঃ দবিরুল ইসলাম (এমপি) এর নিদের্শনায় এই সকল কর্মসূচী বাস্তবায়ন করা হয়।
Please follow and like us: