জিংক ধানের চাষাবাদে উদ্বুদ্ধকরণ এবং গর্ভবতী মা ও শিশুর খাদ্যে জিংক সমৃদ্ধ পুষ্টি খাবারের মাধ্যমে শরীরের পুষ্টি ঘাটতি পুরনের লক্ষে ঠাকুরগাঁওয়ের হরিপুরে জিংক ব্রিধান (১০২) বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় আর ডি আর এস এর আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে নির্বাহী কর্মকতা আরিফুজ্জামানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি দপ্তরের কৃষিবিদ রুবেল হুসেন, আর ডি আর এস কৃষিবিদ জাকিউল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার রাইহানুল ইসলাম, উপজেলা খাদ্য অফিসার কামাল হোসেন, ওয়াল্ড ভিশনের রুমা পারভিন প্রমুখ। মতবিনিময় সভায় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষক, বীজ ডিলার, মসজিদের ইমাম, কলেজ ও স্কুলের শিক্ষক, সাংবাদিক সহ ৫০ জন অংশ গ্রহন করেন।
Please follow and like us:










