
গরিব অসহায় লোকদের নামাজের অযু করতে গিয়ে মোবাইল পানিতে পড়ে গেলে বিনা পয়সায় মোবাইল সার্ভিসিং করে দেয়া হয় এবং অসহায় ভাতা ভোগীদের মোবাইল নষ্ট হয়েগেলে তাদের মোবাইলও সার্ভিসিং করে দেয়া হয়। হাকিম মোবাইল সেন্টার হাসানপুর নতুন বাজার ঢালুয়া, নাঙ্গলকোট, কুমিল্লা। এছাড়া হাকিম মোবাইল সেন্টারের মালিক আব্দুল হাকিম বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সংম্পৃত্ত থেকে সেবা দিয়ে যাচ্ছেন। তিনি দীর্ঘ ১৫ বছর যাবৎ সাধারণ মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন।
Please follow and like us: