
কুমিল্লার নাঙ্গলকোটের মৌকরা ইউনিয়নের করাকোট গ্রামের মৌলভী সামছুল হকের পুত্র আমেরিকা প্রবাসী মামুনুর রশিদের আয়োজনে শুক্রবার নিজ বাড়িতে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার কারা মুক্তি ও মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল, দোয়া অনুষ্ঠান ও দিন ব্যাপী হাজার-হাজার মানুষের মেজবানির আয়োজন করা হয়।
মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামী নাঙ্গলকোট উপজেলা আমীর মাওলানা জামাল উদ্দিন, সাবেক সচিব আবু তালেব, বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান গোলাম রসূল, জোড্ডা ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান আলী আক্কাস, মক্রবপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুফু, মৌকরা ইউনিয়ন সাবেক চেয়ারম্যান কলিম উল্লাহ, আইএফএস পরিচালক আমিনুল হক মাওলা, নাঙ্গলকোট পৌরসভা সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন মুকুল, জামায়াতে ইসলামী মৌকরা ইউনিয়ন সভাপতি মাওলানা এ বি সিদ্দিক, সেক্রেটারি আলী আকবর, ঢালুয়া ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল হামিদ, জামায়াত নেতা মাওলানা বেলায়েত হোসেন, সাবেক ছাত্র নেতা নুরুল কবির সুফল, ব্যবসায়ী শাহজাহান আজাদ, শামছুল আরেফিন প্রমুখ।
অনুষ্ঠানে বিএনপি-জমায়াতের প্রয়াত নেতৃবৃন্দ-সহ সকল মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় দোয়া মুনাজাত করা হয়।