
কোটা সংস্কার ও আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি উপলক্ষে কুমিল্লার হোমনায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
গতকাল বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে শান্তিপূর্ণভাবে হোমনা বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপী অবরোধ করেছে আন্দোলনরত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এ সময় ঘন্টাব্যাপী হোমনা-গৌরীপুর সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে তাঁরা কর্মসূচি শেষ করলে সীমিতভাবে যান চলাচল শুরু হয়। এ সময় শৃঙ্খলা রক্ষায় হোমনা থানা পুলিশ বাহিনী বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়।
সরেজমিন দেখা যায়, হোমনা সরকার ডিগ্রী কলেজ চত্বরে বিভিন্ন স্থানে থেকে কলেজসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে জড়ো হন। এর পরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তাঁরা।
এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, আমরা যৌতিক দাবি নিয়ে রাস্তায় নেমেছি। কোটা সংস্কার করে মেধাদের সুযোগ দিতে হবে। আমাদের এ দাবির মাঝে আমাদের ভাইদের ওপর হামলা করা হচ্ছে। একই সঙ্গে হত্যা করা হচ্ছে, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।
আরো বলেন, চাকরির দাবিতে আন্দোলন করার কারণে নিরস্ত্র আবু সাঈদকে পুলিশ গুলি করে হত্যা করে। এটি ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে। শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিও জানান বক্তারা।
Please follow and like us: