কুমিল্লার হোমনায় মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ঊষার আলো মানবসেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে ব্রেইন টিউমারে আক্রান্ত ১৪ বছরের ইমরানকে ১০ হাজার টাকা চিকিৎসার্থে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার ঘারমোড়া ইউনিয়নের ফতেরকান্দি গ্রামের মো. সুলতান মিয়ার ছোট ছেলে ও আছাদপুর হাজী সিরাজ উদ-দৌল্লা ফারুকী উচ্চ বিদ্যালের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ইমরানের হাতে আর্থিক অনুদান ও তার শারীরিক খোঁজ খবর নেওয়া হয়।
এ সময় সংগঠনের পরিচালক জানায়, ঊষার আলো মানবসেবা ফাউন্ডেশনের পক্ষ থেকে নিজস্ব তহবিল থেকে চিকিৎসা বাবদ ১০ হাজার টাকা উপহার দেওয়া হয়েছে। ইমরানের শারীরিক সুস্থতা কামনা সহ তার পরিবারকে পড়াশোনা চলমান রাখতে সংগঠনটির পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করা করেন।
Please follow and like us: