কুমিল্লার চৌদ্দগ্রামে ১৭৭ দিনে পবিত্র কোরআনের হাফেজা হলেন মোসাঃ ইফফাত আরা ইরিন(১৩)। সে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা বাজারস্থ আছিয়া খাতুন মহিলা মাদরাসা কমপ্লেক্সের ছাত্রী ও ডাঃ মোঃ ইউসুফ মিয়াজীর মেয়ে। শুক্রবার হাফেজা ইরিনকে মাদরাসার পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জামিয়া রশিদিয়া’র নায়েবে মুহতামিম মুফতি ফয়জুল্লাহ দাঃ বাঃ। মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাজী নাছির উদ্দিন মজুমদারের সভাপতিত্বে, মুহতামিম হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম জিহাদের তত্ত্বাবধানে ও হাফেজ মাওঃ বোরহান উদ্দিনের সঞ্চালনায় বিশেষ আলোচক ছিলেন মাওলানা ছালেহ আহমদ, হাফেজ নজির আহমদ, মাওলানা ইকবাল হোসেন, এ কে মুমিনুল্লাহ, মাওলানা এরশাদ, হাফেজ মাওঃ আনিছুর রহমান, হাফেহ মাওঃ সালাহ উদ্দিন। উল্লেখ্য, গত বছরের জানুয়ারিতে প্রতিষ্ঠিত আছিয়া খাতুন মহিলা মাদরাসায় ২ শতাধিক ছাত্রী ও ২২ জন ছাত্র রয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনার দায়িত্বে নিয়োজিত রয়েছেন ৭ জন শিক্ষিকা ও ৩ জন শিক্ষক। দক্ষ পরিচালনা ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় উন্নতমানের পড়ালেখায় ইতোমধ্যে মাদরাসাটি এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেছে।