১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ৩য় আটোয়ারী উপজেলা কাব ক্যাম্পুরী ও ৪র্থ স্কাউট সমাবেশের সকল প্রস্তুতি সম্পন্ন




৩য় আটোয়ারী উপজেলা কাব ক্যাম্পুরী ও ৪র্থ স্কাউট সমাবেশের সকল প্রস্তুতি সম্পন্ন

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : জানুয়ারি ০৭ ২০২৫, ১৮:৫৪ | 616 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

““ তারুণ্যের উদ্দীপনা,স্কাউটিং এর প্রেরণা” শ্লোগান নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩য় আটোয়ারী উপজেলা কাব ক্যাম্পুরী ও ৪র্থ স্কাউট সমাবেশ-২০২৫। বাংলাদেশ স্কাউটস, আটোয়ারী উপজেলা ও উপজেলা প্রশাসনের আয়োজনে কাব ক্যাম্পুরী ও স্কাউস সমাবেশ-২০২৫ অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্ভরযোগ্য সূত্রে প্রাপ্ত তথ্যে জানাগেছে, বুধবার ( ৮ জানুয়ারি) সকাল ১০ ঘটিকায় আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কাব ক্যাম্পুরী উদ্বোধন করবেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান। এ ক্যাম্পুরীতে ৪২টি দল অংশ গ্রহণ করবে। প্রতি দলে ৬জন করে কাব স্কাউট থাকবে। এছাড়া ৪২ জন ইউনিট লিডার, কর্মকর্তা ও স্বেচ্ছাসেবক ৫০ জন অন্যান্য ২০জন সহ মোট ৩৬৪ জন কাব ক্যাম্পুরীতে সম্পৃক্ত থাকবেন। এ ক্যাম্পুরী চলবে ৭ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত। অপরদিকে একই ভেন্যুতে ৪র্থ আটোয়ারী স্কাউট সমাবেশ ১১ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত চলবে। ৪০টি স্কাউট দল এ সমাবেশে অংশ গ্রহণ করবে। এখানে প্রতিটি দলে ৮জন করে স্কাউট, ৪০জন ইউনিট লিডার, ৫০জন কর্মকর্তা ও স্বেচ্ছাসেবক, অন্যান্য ২০জন সহ মোট ৪৩০ জন সম্পৃক্ত থাকবেন। কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশের সাথে সংশ্লিষ্ট আরিফ হোসেন চৌধুরী জানান, ১০ জানুয়ারি মহা তাবু জলসা অনুষ্ঠিত হবে। মহা তাবু জলসায় জেলা প্রশাসক মোঃ সাবেত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ সুষ্ঠভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET