কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা রায়কোট দক্ষিন ইউনিয়ন যুবদলের উদ্যোগে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে লক্ষ্যে রায়কোট দক্ষিন ইউনিয়ন যুবদলের মিছিল শুক্রবার সন্ধ্যায় ঝাটিয়াপাড়া বাজারে অনুষ্ঠিত হয়। মিছিলটি ঝাটিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।সমাবেশে বক্তব্য রাখেন রায়কোট দক্ষিন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক প্রত্যাশি আব্দুল্লাহ আল মানিক,সাধারণ সম্পাদক প্রত্যাশি ইজাজ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক প্রত্যাশি ইব্রাহিম জুয়েল, রায়কোট দক্ষিন ইউনিয়ন যুবদলের সদস্য মনির মিয়াজী,মোবারক হোসেন,মোঃ সোহেল,ইস্রাফিল হোসেন, জাকারিয়া, মাহবুবুল হক প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়ার হাতকে শক্তিশালী করতে রায়কোট দক্ষিণ ইউনিয়ন যুবদল ঐক্যবদ্ধ।










