১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • ৭১ টিভির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত




৭১ টিভির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত

আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

আপডেট টাইম : জুন ২১ ২০২৫, ২০:১৭ | 631 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

শনিবার বিকাল ৬ টার দি‌কে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান বাচ্চু।

প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু বলেন, গণমাধ্যম একটি জাতির বিবেক। ৭১ টিভি সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে গণমানুষের আস্থা অর্জন করেছে। গণমাধ্যম কর্মীদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা হলে সমাজ আরও দ্রুত এগিয়ে যাবে।

সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান। তিনি বলেন, একাত্তর টেলিভিশনের পথচলা সাংবাদিকতা পেশাকে যেমন সমৃদ্ধ করেছে, তেমনি দেশের গণতান্ত্রিক বিকাশেও রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না। স্বাগত বক্তব্য রাখেন একাত্তর টেলিভিশনের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ইউসুফ দেওয়ান রাজু। তিনি বলেন, সত্যনিষ্ঠ সাংবাদিকতার পথ ধরে ৭১ টিভি জনগণের কথা বলার একটি বিশ্বস্ত মাধ্যম হয়ে উঠেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আমরা প্রত্যাশা করি।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইওয়ে বগুড়া জোনের পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ, সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মোঃ জাহিদুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যম কর্মী, রাজনৈতিক নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা, বস্তুনিষ্ঠতা ও সাংবাদিকদের অধিকার নিয়ে নানা দিক তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে ৭১ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং ভবিষ্যতের সাফল্য কামনা করে সবাই শুভেচ্ছা জানান।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET