গুইমারা উপজেলার হাফছড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল,গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়ন শাখার কর্মী মো: ওসমানের পাশে দাঁড়িয়েছে জামায়াত।
৯ নভেম্বর শনিবার সকালে গুইমারা উপজেলা জামায়াতের আমীর ডাক্তার রফিকুল ইসলামের নেতৃত্বে উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
এসময় নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতি সমবেদনা জানান এবং সমাজের বিত্তশালীদের ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানান।
এসময় অন্যান্নের মধ্যে উপস্থিত ছিলেন,গুইমারা উপজেলা জামায়াতের অফিস ও বায়তুলমাল সম্পাদক মুজাহিদুর রহমান, মিডিয়া সম্পাদক আবু বকর ছিদ্দিক, উপজেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাও. খোরশেদ আলম, জামায়াত নেতা দ্বীন ইসলাম, মো: রাজু প্রমুখ।