সুজন ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় ইতিমধ্যে গরীবের ডাঃ হিসেবে পরিচিতি লাভ করেছেন রাণীশংকৈল উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ ফিরোজ আলম । গরীব অসহায় রোগীদের পাশে সর্বদা নিবেদিত কর্মী হয়ে কাজ করছেন তিনি । সমাজের দুঃস্থ অসহায় আদিবাসী , মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ব্যক্তিদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করছেন তিনি । সারাদেশের ডাক্তাররা যখন ১০০০/৫০০/২০০০ টাকা ভিজিট নিয়ে ব্যস্ত ঠিক তখনই জনগণের বন্ধু ডাঃ ফিরোজ আলম রানীশংকৈলে ফ্রী চিকিৎসা সেবা প্রদান করছেন। জানা গেছে ডাঃ ফিরোজ একজন সৎ মানুষ , চিকিৎসা পরামর্শের জন্য কারো কাছে থেকে জোর করে টাকা নেন না , কেউ খুশি হয়ে ১০০ /১৫০টাকা দিলে তা নিয়ে থাকেন তিনি – তবে সেই টাকা দিয়েও হাসপাতালের মান উন্নয়নে কাজ করে থাকেন সে । নিজের সরকারি বেতন থেকে ও হাসপাতালের অতিরিক্ত ক্লিনার আয়া সহ বিভিন্ন কর্মচারীদের বেতন দেন তিনি । এছাড়াও হাসপাতালের সমাজ কল্যাণ ফান্ড থেকে অসহায় মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করেন তিনি । এব্যাপারে তার সাথে কথা বললে তিনি বলেন মানব সেবা হলো পরম সেবা তাই আমি যতটুকু পারি আপনাদের সাথে থেকে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি মাত্র। তবে রানীশংকৈলে মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ হিসেবে অনেক জনপ্রিয়তা অর্জন করেছে ডাঃ ফিরোজ আলম । জনপ্রতিনিধিদের সহযোগিতা পেলে রানীশংকৈল হাসপাতালের উন্নয়ন আরো বেগবান করবেন বলে মত প্রকাশ করেছেন তিনি ।