নয়া আলো ডেস্কঃ- সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি হাসান উপজেলার বয়ারশিং গ্রামের সিরাজুল ইসলামের নবম শ্রেণীতে পড়ুয়া মেয়ে শারমিন সুলতানা কে নিয়ে বৃহস্পতিবার রাত ১১ টার দিকে অজানার উদ্দেশ্য পাড়ি জমিয়েছে বলে জানা যায়।
শারমিন সুলতানা হেঞ্চি বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।ঘটনার বিষয়ে আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু সত্যতা স্বীকার করেছে। যুবলীগ নেতা হাসান বিবাহিত বলে জানা যায়। আটুলিয়া যুবলীগ নেতা হাসানের বিরুদ্ধে পূর্বে মাদক ব্যবসা সহ দলীয় পরিচয় ব্যবহার করে বিভিন্ন কুকর্ম করে যাচ্ছেন। এছাড়া যুবলীগ নেতা হাসান পূর্বে শিবিরের একনিষ্ঠ কর্মী ছিলো বলে একাধিক সূত্রে জানা গেছে।