পঞ্চগড়ের আটোয়ারীতে প্রাচীন এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসুচির মাধ্যমে পালিত হয়েছে। কর্মসুচিগুলো ছিল, দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, কেক কাটা, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে রোববার ( ২৩ জুন) কর্মসুচিগুলো পালন করা হয়। এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক এর সঞ্চালনায় বাংলাদেশ আওয়ামী লীগ, আটোয়ারী উপজেলা শাখা কার্যালয়ে আওয়ামী লীগের ইতিহাস- ঐতিহ্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৪৯ সালের এই দিনে পুরান ঢাকার কে এম দাস লেনের রোজ গার্ডেনে আত্মপ্রকাশ ঘটে দলটির। আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। রোজ গার্ডেনে প্রতিষ্ঠার পর থেকে নানা লড়াই, সংগ্রাম,চড়াই-উতরাই পেরিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা দলটি ৭৬ বছরে পা দিলো। আওয়ামী লীগ দেশের অন্যতম পুরোনো, অসাম্প্রদায়িক, সর্ববৃহৎ ও বাঙালির জাতীয় মুক্তির সংগ্রামে নেতৃত্বদানকারী রাজনৈতিক দল। জানাগেছে, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও নব নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আনিসুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পৃথকভাবে আরো একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে এবং বঙ্গবন্ধুর একই প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়েছে। পরে আ.লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আটোয়ারী বিএম কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।