পঞ্চগড়ের আটোয়ারীতে রামদা’র কোপে জহিরুল নামের একজনের মৃত্যু হয়েছে। এব্যাপারে আটোয়ারী থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের নলপুখরী গ্রামে। থানায় দাখিলকৃত এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ১৭ মে বিকাল সাড়ে ৫টার দিকে জহিরুল ও নার্গিস দম্পতির পুত্র জিসান(৩) বাড়ির সামনে খুলিয়ানে খেলা করছিল। একই পরিবারের জুয়েল ইসলাম তার হাতে থাকা পাথর ছুড়ে মারলে জিসান(৩) এর মাথায় লাগে আঘাত পেয়ে কান্নকাটি করে। বিষয়টি জহিরুল ও নার্গিস দম্পতি পরবর্তীতে বাড়িতে এসে ঘটনা জানতে পারে। বিষয়ট রাত প্রায় ৯টার সময় পরিবারের অন্যান্য লোকজনদের কাছে বলাবলি করলে মৃত খেমার উদ্দীনের পুত্র জুয়েল সহ আরো কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে জহিরুলের বাড়ির সামনে এসে গালিগালাজ করতে থাকে। জহিরুল গালিগালাজের প্রতিবাদ করতেই মৃত খেমার উদ্দীনের পুত্র জুয়েল(৪৫) হাতে থাকা ধারালো রামদা দিয়ে জহিরুলের মাথায় কোপ মারে। জহিরুল সঙ্গে সঙ্গে জখম হয়ে মাটিতে লুটে পড়ে। সাথে সাথে পরিবারের লোকজন জহিরুলকে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। জহিরুলের অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করেন। ঠাকুরগাঁওয়ের চিকিৎসক জহিরুলের অবস্থা দেখে তাৎক্ষনিক রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেন। গত ১৮ মে রবিবার বেলা প্রায় সাড়ে ৪টার সময় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এদিকে জহিরুলের মৃত্যুর খবর শুনে জুয়েল বাড়ি থেকে পালানোর চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। এব্যাপারে আটোয়ারী থানার ওসি (তদন্ত) মোঃ ফারুকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এব্যাপারে আটোয়ারী থানায় জুয়েল(৪৫)কে প্রধান আসামী করে মোট ৫ জনের নামে ধারা ৩০২/৩৪ পেনাল কোড মামলা রুজু করা হয়েছে। যার বাদী মৃত জহিরুলের স্ত্রী মোছাঃ নার্গিছ বেগম। মামলা নং ১০, তারিখ ১৯/০৫/২০২৫ খ্রি:। ওসি (তদন্ত) বলেন, প্রধান আসামী আটক হয়েছে। অন্যান্য আসামীরা পলাতক রয়েছে। পুলিশ অন্যান্য আসামীদের গ্রেফতারে তৎপর রয়েছে।










