১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই রজব, ১৪৪৬ হিজরি

শিরোনামঃ-
  • হোম
  • দেশজুড়ে
  • আটোয়ারীতে শহিদ পরিবারের মাঝে চেক ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ




আটোয়ারীতে শহিদ পরিবারের মাঝে চেক ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ইউসুফ আলী, আটোয়ারী,পঞ্চগড় করেসপন্ডেন্ট।

আপডেট টাইম : ডিসেম্বর ২৫ ২০২৪, ২০:১৫ | 622 বার পঠিত | প্রিন্ট / ইপেপার প্রিন্ট / ইপেপার

পঞ্চগড়ের আটোয়ারীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহিদ পরিবারের মাঝে চেক এবং দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার(২৫ ডিসেম্বর) সকালে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক ও শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান অনুষ্ঠান সভাপতিত্ব করেন এবং উপজেলার গুরুত্বপূর্ণ সমস্যার কথা তুলে ধরে স্বাগত বক্তব্য দেন। আয়োজিত অনুষ্ঠানে উপজেলার সমস্যা ও সম্ভাবনার কথা উল্লেখ করে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আটোয়ারীর সন্তান মোঃ সারজিস আলম। একাডেমিক সুপারভাইজার মোঃ রেজাউন নবী রাজা’র সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহবায়ক এ.জেড.এম বজলুর রহমান (জাহেদ), উপজেলা জামায়াতের আমীর মোঃ ইউনুস আলী খাঁন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড়ের জেলা সমন্বয়কারী মোঃ ফজলে রাব্বী।

উল্লেখ্য যে, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সকালে হেলিকপ্টার যোগে সরাসরি অনুষ্ঠানস্থলে আসেন। সজীব ভুঁইয়া তার বক্তব্যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই উপজেলায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণ করার অঙ্গীকার করেন। সেইসাথে আটোয়ারী ক্রীড়া সংস্থার উন্নয়নে বিশ লক্ষ এবং উপজেলার সার্বিক উন্নয়নের জন্য পঞ্চাশ লক্ষ টাকা প্রদানের ঘোষনা করেন। আলোচনা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত পাঁচ শহিদ পরিবারের আট জন সদস্যকে দশ লক্ষ টাকার চেক এবং দুই হাজার দুঃস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন। পরে স্মৃতিসরূপ বিদ্যালয় মাঠে একটি আম গাছের চারা রোপন করেন। অত:পর আবারো তিনি হেলিকপ্টার যোগে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আরেকটি অনুষ্ঠানে যোগদানের উদ্দ্যেশ্যে রওয়ানা করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস, স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ আবু ইউসুফ, পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ মতিউর রহমান, উপজেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ¦ মোঃ কুদরত-ই-খুদা, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ মোঃ খাদেমুল ইসলাম সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, জেলা ও উপজেলা পর্যায়ের ছাত্র সমন্বয়ক, উপজেলা ফুটবল একাডেমির প্রশিক্ষক-প্রশিক্ষনার্থী,অসহায় শীতার্ত সহ জেলা ও উপজেলা পর্যায়ের গণমাধ্যমকর্মীগণ। উল্লেখ্য যে, হেলিকপ্টার থেকে নেমে প্রথমেই আটোয়ারীতে মিনি স্টুডিয়ামের নির্বাচিত জায়গা পরিদর্শন করেছেন।

Please follow and like us:

সর্বশেষ খবর

এ বিভাগের আরও খবর

সম্পাদক মন্ডলীর সভাপতি- আলহাজ্ব আবদুল গফুর ভূঁইয়া,সাবেক সংসদ সদস্য, প্রধান সম্পাদক- খোরশেদ আলম চৌধুরী, সম্পাদক- আশরাফুল ইসলাম জয়,  উপদেষ্টা সম্পাদক- নজরুল ইসলাম চৌধুরী।

 

ঢাকা অফিস : রোড # ১৩, নিকুঞ্জ - ২, খিলক্ষেত, ঢাকা-১২২৯,

সম্পাদক - ০১৫২১৩৬৯৭২৭,০১৬০১৯২০৭১৩

Email-dailynayaalo@gmail.com নিউজ রুম।

Email-Cvnayaalo@gmail.com সিভি জমা।

প্রধান সম্পাদক কর্তৃক  প্রচারিত ও প্রকাশিত।

 

সাইট উন্নয়নেঃ ICTSYLHET