
“ এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই ” এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা পর্যায়ে স্কুল , মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনি ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সন্ধায় আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, খেলা পরিচালনাকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শরীরচর্চা শিক্ষক, ক্রীড়ামোদী শিক্ষক-শিক্ষার্থী সহ দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ৫০ টি ইভেন্টে ক্রীড়ানুষ্ঠান জাঁকজমকপূর্ণ, আনন্দ-উল্লাসের মধ্যদিয়ে সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। ক্রীড়া প্রতিযোগিতায় ৫০টি ইভেন্টের মধ্যে ব্যক্তিগত ইভেন্ট ৪৬টি এবং দলীয় ইভেন্ট ছিল ৪টি।
এরমধ্যে ছাত্র – ছাত্রীদের জন্য পৃথক পৃথকভাবে ক্রিকেট, ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ক্রিকেট,ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান ও রানার্সআপদের মধ্যে সনদপত্র সহ ট্রফি এবং অন্যান্য ইভেন্টের বিজয়ীদের মাঝে পৃথক পৃথকভাবে আনুষ্ঠানিকভাবে সনদপত্র সহ পুরস্কার প্রদান করা হয়েছে। সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সভাপতির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, মন-মানসিকতা বিকাশে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে পড়াশোনার পাশাপাশি ক্রীড়া চর্চা করতে হবে। ক্রীড়া ও সাহিত্য সংস্কৃতি চর্চা শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক কর্মকান্ডের উপর ভিত্তি করেই আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হবে।