
কিশোরগঞ্জের নিকলী ও ইটনা উপজেলায় দুই দিন অভিযান চালিয়ে শুক্রবার দুপুরে মুখ পোড়া পুরুষ হনুমান আটক করেছে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা। পরে বিকেলে হনুমানটি গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক রফিকুল ইসলাম ।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা জানান, দলছুট হনুমানটি করিমগঞ্জ ও ইটনা উপজেলায় অবাধে বিচরণ ও উৎপাত করছিল। এতে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। পরে বিষয়টি স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বনবিভাগে খবর দিলে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ঢাকা বিভাগীয় কর্মকর্তা শারমিন আক্তার বিষয়টি গুরুত্ব দিয়ে হনুমানটি দ্রুত উদ্ধার করার নির্দেশ দেন।
পরে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক নিগার সুলতানা চার সদস্যের একটি উদ্ধারকারী দল নিয়ে দুই দিন অভিযান চালিয়ে শুক্রবার দুপুরে ইটনা উপজেলার চন্দ্রপুর এলাকা থেকে হনুমানটি সুস্থ সবল অবস্থায় আটক করতে সক্ষম হন।
হনুমানটি শুক্রবার বিকেলে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অবমুক্তির জন্য পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক রফিকুল ইসলাম জানান, কিশোরগঞ্জ থেকে উদ্ধার করা মুখপোড়া বানরকে নিবিড় পর্যবেক্ষণে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। একজন চিকিৎসক বানরটিকে চিকিৎসা দিচ্ছেন। কোয়ারেন্টাইন শেষে বানরটিকে দর্শনাথীদের জন্য উন্মুক্ত করা হবে।