নিজস্ব প্রতিবেদক:- এবারের একুশে বইমেলায় বেরিয়েছে প্রবসী লেখক দিলরুবা আহমদের লেখা ‘গ্রিনকার্ড’।
তার লেখা বইটি সম্পর্কে লেখক বলেন, বইটিতে উঠে এসেছে একজন নিভৃতচারী চোখে দেখা ভিন্ন রকম অভিজ্ঞতা।
দেশ ছেড়ে পরদেশে একজন প্রবাসীর যে মানসিক অবস্থা, দ্বিধা দ্বন্দ, আবেগ, বিরাগ এবং বাস্তবতা থাকে তাই তুলেধারার চেষ্টা করা হয়েছে বইটিতে ।
বইটি প্রকাশ করেছে অনন্যা প্রকাশনী। বাংলা একাডেমীর ১৫ নং স্টলে পাওয়া যাবে বইটি। বইটির প্রচ্ছদ শিল্পী: ধ্রুব এষ।
প্রকাশক:- অনন্যা প্রকাশনী, মূল্য: ১৭০ টাকা।
Please follow and like us: