
মেহেদী হাসানঃ বর্তমান সময়ের অপ্রতিরোধ্য ও অদম্য তরুণ লেখক ওমায়ের আহমেদ শাওন এর চতুর্থ উপন্যাস “জান্নাতের দেওয়া-নেওয়া” শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে। এই উপন্যাস সম্পর্কে লেখক বলেন, বরিশালের ভোলা জেলার মেয়েরা অনেক সহজ-সরল, আমোদপ্রিয় এবং কর্মমুখী।
তারা দ্রুত যে কাউকে ভালোবেসে ফেলে। খুব দ্রুতই অতি আপন করে নেয় যেকোন অপরিচিত পুরুষকে। তেমনি ভাবে তাদের রূপের রূপান্তরও ঘটে সহসাই। রূপজীবী হিসেবে জীবন-যাপন করাতেই তাদের স্বাচ্ছন্দের প্রকাশ। সত্যিকারের ভালোবাসা তাদের কাছে রীতিমত হাস্যকর।
ভোলা জেলার সুন্দরী মেয়েদের বর্ণনা দিয়ে সমকালীন প্রেক্ষিতে লিখেছেন বইটি।
এই রোমান্টিক উপন্যাস “জান্নাতের দেওয়া-নেওয়া” অসাধারণ ভাবে বাস্তবতার সাথে মিলিয়ে যায়। তাই সকল প্রেমিক-প্রেমিকা যুগলদের বইটি পড়ার আমন্ত্রণ রইলো।