“মানবতার কাজে সবার পাশে” দাড়াতে বদ্ধপরিকর মানবিক সংগঠন ভিলেজ ভিশন বাংলাদেশ। যার ধারাবাহিকতায় চলতি কনকনে ঠান্ডা মৌুসুমে উপজেলার বিভিন্ন গ্রামের ২০০ শত দুস্থ শীতার্ত মানুষের গায়ে জড়িয়ে দিলেন গরম কম্বল। এলাকার বিভিন্ন পেশাজীবি ও প্রবাসীদের অর্থায়নে, শনিবার১১/০১/২৫ তারিখে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে, ভিলেজ ভিশনের সভাপতি শরীফ খন্দকারের সভাপতিত্বে উপজেলার, বস্তুুল লাওশন, পৌতা কুন্দইল, খরকড়িয়া বিনোদপুর, বিনসাড়া গুলটা, লালুয়া মাজিরা দোবিলা, রানীদিঘী, আগরপুর ঝুরঝুরি, উলিপুর খুটিগাছা, বোয়ালিয়া কাওরাইল, মাগুরাবিনোদ, আসানবাড়ি, শিলংদহ আরঙ্গাইল ও মঙ্গলবাড়িয়া গ্রামের, বিধবা, প্রতিবন্ধী, মাজুর, অন্ধ সহ অসহায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে গরম কম্বল বিতরণ করা হয়েছে। উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিলেজ ভিশনের সন্মানিত উপদেষ্টা জনাব সাইফুল ইসলাম, বস্তুল বিএম কলেজের প্রিন্সিপাল জনাব শাহীন, তাড়াশ ডিগ্রি কলেজের ইংলিশ প্রভাষক জনাব আব্দুল কাদের, ভিলেজ ভিশনের প্রতিনিধি শাহাদাৎ খন্দকার, মাসুম বিল্লাহ, দেলবার আহমেদ, তুহিন সরকার, তাইবুর খন্দকার, বিলকিস খাতুন, নুপুর খাতুন, সরোয়ার সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।
Please follow and like us: