
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শাখা শিবিরের সাবেক ক্যাম্পাস সভাপতি ও বতর্মান কুমিল্লা মহানগরীর ৮নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ফারুক হোসাইন মজুমদারকে কুমিল্লা কোতোয়ালি থানার একটি রাজনৈতিক মামলায় চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘোলপাশা ইউনিয়নের ধনুসাড়া গ্রামের নিজ বাড়ি থেকে গত ৩০ মার্চ রাতে গ্রেপ্তার করে কোতয়ালী থানা পুলিশের নিকট হস্তান্তর করে। পুলিশ ফারুক হোসাইন মজুমদারকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে। দীর্ঘদিন কারাভোগের পর আইনি লড়াইয়ের মাধ্যমে গতকাল ফারুক হোসাইন জামিনে মুক্তি লাভ করে। মুক্তি পরবর্তী সময় জামায়াত নেতা ফারুক হোসাইন মজুমদারকে ফুল দিয়ে বরণ করে নেন কুমিল্লা মহানগর বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর এবং কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদ ও কুমিল্লা মহানগর আদর্শ সদর দক্ষিণ থানার বাংলাদেশ জামায়াত ইসলামীর আমীর নাছির আহমেদ মোল্লা ও অন্যান্য নেতৃবৃন্দ। তিনি বাংলাদেশ জামায়াত ইসলামীর সকল নেতৃবৃন্দ, আইনজীবী ও শুভাকাঙ্খীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।