জয়পুরহাটের কালাই উপজেলার শিমূলতলী এলাকায় সড়ক দুর্ঘটনায় নবির উদ্দিন (৫০)
নামে একজন ভ্যান চালক নিহত হয়েছে। সোমবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত
ভ্যানচালক পৌরসভার আঁওড়া পূর্বপাড়া মহল্লার মৃত বাসমত উল্লাহর ছেলে ।
এলাকাবাসী এবং হাসপাতাল সূত্রে জানা গেছে, নিজ মহল্লাহ আঁওড়া পূর্বপাড়া থেকে
ব্যাটারি চালিত অটোভ্যানে একই মহল্লার জালাল উদ্দিনের ছেলে কায়সারকে (৩৫) নিয়ে
কালাই উপজেলা সদরের উদ্দেশে রওয়ানা দেন ভ্যান চালক নবির উদ্দিন। মহল্লার বাইপাস রাস্তা থেকে জয়পুরহাট-মোকামতলা সড়কে উঠার সময় জয়পুরহাটগামী একটি যাত্রীবাহী বাসের সাথে ভ্যানটির সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় ভ্যানচালক এবং যাত্রী দুজনেই গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে আনলে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে পথি মধ্যেই ভ্যান চালক নবির উদ্দিন মারা যায়।
কালাই থানার অফিসার ইনচার্জ সেলিম মালিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Please follow and like us: