এস আর সাঈদ, কেশবপুর (যশোর) থেকে :- যশোরের কেশবপুর পৌর বিএনপির আয়োজনে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৃস্পতিবার দুপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল পৌর বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস।
আরো বক্তব্য রাখেন বিএনপিনেতা কুতুব উদ্দিন বিশ্বাস, নূরুজ্জামান চৌধুরী, মাস্টার আব্দুল লতিফ, আবু দাউদ, দবীর
উদ্দিন, থানা যুবদলের নেতা আব্দুল হালিম অটল, গোলাম মোস্তফা, আবু নাঈম, জাহাঙ্গীর কবির মিন্টু, মজনু হোসাইন, ফারুক হোসেন, মাসুম বিল্লাহ, সুমন, ইমন বিশ্বাস, সুজন, রুবেল প্রমুখ।